মাঠের মুখ

মোহাম্মদ কবির হাসানের মন খুবই খারাপ। মাঠের দিকে নিষ্পলক তাকিয়ে। নাহ্, এত ঝক্কি-ঝামেলার পর এই দেখতে মাঠে আসা!
ঢাকা কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কবির হাসান। বাসা মিরপুর এক নম্বরে। এত কাছে স্টেডিয়াম, তবু বাবা-মা খেলা দেখতে আসতে দেবেন না। সামনে পরীক্ষা, এটা খেলা দেখার সময় নাকি? কবির হাসান তবু এসেছেন। সন্তানের দাবির কাছে হার মেনেছেন বাবা-মা। নিজেরাই টিকিট কেটে কবির হাসানকে পাঠিয়েছেন স্টেডিয়ামে। গ্যালারিতে বসে সেই কবির হাসান মাঠের দিকে নিষ্পলক তাকিয়ে! কেন?
কারণটা কবির হাসানের মুখেই শুনুন, ‘শেবাগ আমার প্রিয় ক্রিকেটার। কী ব্যাটিংটাই না করছে এখন! অথচ এত কম রানে আউট হয়ে গেল। ভেবেছিলাম ওর দুর্দান্ত একটা ইনিংস দেখব। হলো না।’ কিন্তু শুধু কি আন্তর্জাতিক ক্রিকেটই, ঘরোয়া ক্রিকেট দেখতে মাঠে আসেন না? কবির হাসান শুধরে দেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট হলেও আসি না। শুধু ভারতের খেলা হলে আসি। ওদের চেহারা দেখলেই ভালো লাগে। সবাই খেলেও ভালো।’ এবার অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই একটা অতৃপ্তি ছুঁয়ে গেছে কবিরকে। শচীন টেন্ডুলকারই যে নেই!
কবির হাসানের চোখে ক্রিকেটটা যেন ধুন্ধুমার এক ব্যাটিংয়েরই খেলা। বীরেন্দর শেবাগের অন্ধ ভক্ত হলেও তাঁর প্রিয় ক্রিকেটারদের তালিকায় তাই ঠাঁই হয়েছে তামিম ইকবালের। একটা ক্ষোভ অবশ্য আছে তামিমের ওপরও, ‘বড় দলের বিপক্ষে তামিমের ভালো ইনিংস দেখলাম না। বাংলাদেশের ব্যাটসম্যানরা যে কবে শেবাগের মতো...।’ কথা শেষ হওয়ার আগেই মোবাইল বেজে ওঠে। মায়ের ফোন, ‘হ্যাঁ...আমি তো মাঠেই, খেলা দেখছি। না না, সমস্যা হচ্ছে না। শীতের কাপড় সঙ্গেই আছে।’

No comments

Powered by Blogger.