সবচেয়ে খারাপ পোশাকের ব্যক্তি গর্ডন ব্রাউন

সামনে দেশের সাধারণ নির্বাচন নিয়ে এমনিতেই বেশ বেকায়দায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এরই মধ্যে তাঁর জন্য আরেকটি মন খারাপ করা খবর দিয়েছে প্রভাবশালী জিকিউ সাময়িকী। তাদের করা একটি জরিপের ফলাফলে দেখা গেছে, সবচেয়ে জঘন্য পোশাকের দশ ব্যক্তির মধ্যে গর্ডন ব্রাউন প্রথম হয়েছেন। গত বছর তিনি ওই তালিকার তিন নম্বরে ছিলেন। তালিকায় ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্রান্ড (দুই নম্বরে), ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি (তিন নম্বরে) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলকে হারিয়ে তিনি ওই ‘মুকুট’ ছিনিয়ে নেন।
ব্রাউনের জন্য বিষয়টি বিব্রতকর। কারণ সুন্দর পোশাকের ব্যক্তির তালিকায় এবারের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডেভিড ক্যামেরনের নাম উঠে এসেছে। তিনি অবশ্য ওই তালিকার অষ্টম স্থানে রয়েছেন। এবার নির্বাচনে ক্যামেরনের জয়ের সম্ভাবনা রয়েছে। পরিপাটি পোশাকের ব্যক্তির তালিকায় সেরা দশের মধ্যে প্রথম হয়েছেন ২৩ বছর বয়সী আলোচিত টোয়াইলাইট সিনেমার সুদর্শন অভিনেতা রবার্ট প্যাটিনসন। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপ ব্যান্ড টেইক দেট, তৃতীয় হয়েছেন গায়ক অ্যালেক্স টারনার। ফুটবলার ডেভিড বেকহ্যাম অবশ্য এবার এ তালিকায় জায়গা পাননি।

No comments

Powered by Blogger.