বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ দুবাইয়ের উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ দুবাই গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মকতুম ভবনটি উদ্বোধন করেন।
১৬৯ তলা ভবনটির উচ্চতা ৮১৮ মিটার। ভবনটির নির্মাণকাজ শুরু হয় ২০০৪ সালে এবং এতে ব্যয় হয়েছে আনুমানিক ১০০ কোটি ডলার। অডরিন স্মিথ নামে একজন মার্কিন স্থপতি ভবনটির নকশা করেন।
এতে অ্যাপার্টমেন্ট রয়েছে এক হাজার ৪৪টি। আর অফিসের জায়গা আছে ২৮ হাজার স্কয়ার মিটার। ভবনের ৭৬ নম্বর তলায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সুইমিং পুল। ভবনটিকে ৫৯ মাইল দূর থেকেও দেখা সম্ভব হবে।
এত দিন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল তাইওয়ানের তাইপে ১০১। তাইপে টাওয়ার থেকে ৩০০ মিটারের চেয়ে বেশি উঁচু বুর্জ দুবাই।

No comments

Powered by Blogger.