লেবার পার্টির পক্ষে প্রচারে নামবেন টনি ব্লেয়ার

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির পক্ষে প্রচার চালাবেন।
ব্লেয়ারের ঘনিষ্ঠ মিত্র বাণিজ্যমন্ত্রী পিটার ম্যান্ডেলসন ডেইলি মিরর পত্রিকাকে বলেন, ‘আমরা চাই নির্বাচনে সাফল্যের জন্য দলের সাবেক ও বর্তমান সব নেতাই অবদান রাখুক।’
ম্যান্ডেলসন বলেন, নির্বাচনী প্রচারে সবাই শরিক হবে। টনি ব্লেয়ারও দলটির প্রবীণ সদস্য হিসেবে প্রচারে অংশ নেবেন।
ব্লেয়ার ২০০৭ সালে সরকার-প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর দেশের রাজনীতির ময়দান থেকে দূরেই ছিলেন। কিন্তু এবারের নির্বাচনে শ্রমিক দলকে জেতানোর লক্ষ্যে প্রচারে মাঠে নামবেন তিনি। তবে নির্বাচনে দলটির জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ। আগামী মে মাসে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

No comments

Powered by Blogger.