ওসামা বিন লাদেনের টেপ প্রমাণ করে আল-কায়েদা অনেক দুর্বল: ওবামা

যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলার চেষ্টার দায় স্বীকার করে অডিও টেপে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি দুর্বল হয়ে পড়েছেন। গত মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন। খবর এএফপির।
প্রেসিডেন্ট ওবামা বলেন, সন্ত্রাসী হামলার হুমকি যে এখনো রয়েছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ২০০০ সালের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে আল-কায়েদা। তিনি বলেন, বিন লাদেন টেপ পাঠিয়ে একজন নাইজেরীয় যুবকের ব্যর্থ বোমা হামলা চেষ্টার কৃতিত্ব নিতে চাইছেন। এতেই বোঝা যাচ্ছে যে তিনি কী পরিমাণ দুর্বল হয়ে গেছেন। কারণ, এটি তাঁর নেতৃত্ব দেওয়ার মতো বিষয় নয়।
আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত ওই অডিও টেপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দেওয়া অব্যাহত রাখে তাহলে আরও হামলা চালানো হবে। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রও শান্তিতে থাকতে পারবে না।

No comments

Powered by Blogger.