শোকাচ্ছন্ন ম্যারাডোনা

জীবনে কঠিন সময় কম আসেনি। কিন্তু উদ্দাম তারুণ্য দিয়ে উড়িয়ে দিয়েছেন সব। জীবনের মাঝ বয়সে এসে আবারও কঠিন সময়ের মুখোমুখি ডিয়েগো ম্যারাডোনা। কোচ হিসেবে তাঁর যোগ্যতার প্রশ্ন উঠেছে। দুই মাসের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর প্রথম ম্যাচে জয় পেয়েছেন কোস্টারিকার বিপক্ষে (৩-২)। তাও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়েই। কিন্তু সুসময় যেন কর্পূরের মতো উবে যাচ্ছে শিগগিরই। আরও একটা দুঃসংবাদ ম্যারাডোনার জন্য। প্রেমিকা ভেরোনিকা ওজেদার গর্ভের সন্তানটি মাত্র চার মাসে অকালেই ঝরে গেছে!
আর্জেন্টিনায় নিজেদের বাড়িতে পড়ে গিয়েছিলেন ওজেদা। এর আগেও একবার একই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই ৩২ বছর বয়সী। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও বাচ্চাটিকে বাঁচানো যায়নি। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, ‘ম্যারাডোনা আর ভেরোনিকা দুজনই শোকাচ্ছন্ন। ভেরোনিকা সকালে ঘুম থেকে ওঠার পর পর পড়ে গিয়ে ব্যথা পায়। এ কারণেই গর্ভপাত ঘটে। সম্ভবত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনার শিকার সে।

No comments

Powered by Blogger.