মিয়ানমারে অস্ত্রসহ ১১ সন্ত্রাসী গ্রেপ্তার

মিয়ানমারে অস্ত্র, গোলাবারুদসহ ১১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছর দেশটিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র দ্য নিউ লাইট অব মিয়ানমার গতকাল বৃহস্পতিবার জানায়, সন্ত্রাসীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বাধাগ্রস্ত করছে। আটক এই দল বিস্ফোরক বিষয়ে থাইল্যান্ডে এবং ছোট অস্ত্র বিষয়ে কারেন বিদ্রোহীদের ক্যাম্পে বিশেষ প্রশিক্ষণ নেয়।
ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলে দেশটির প্রধান শিল্পাঞ্চল এলাকা মিঙ্গালাদোন থেকে গত সপ্তাহে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক, একটি পিস্তল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। দলটির বিরুদ্ধে ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে সাতটি কারখানায় বোমা হামলা চালানোর অভিযোগ আছে।

No comments

Powered by Blogger.