অর্থবছরের প্রথম ৬ মাসে ডিবিএইচের শেয়ারপ্রতি আয় ৮৮% বেড়েছে

চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম ছয় মাসে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৪৭ টাকায় উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৫ টাকা। অর্থাত্ ডিবিএইচের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮৮ শতাংশ।
ঢাকায় গত মঙ্গলবার ডিবিএইচের চলতি অর্থবছরের অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের ফলাফল ঘোষণাকালে এ তথ্য প্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ডিবিএইচের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৪৩ দশমিক ২ মিলিয়ন টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১৬ দশমিক ৫ মিলিয়ন টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫৮ দশমিক ৫২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ডিবিএইচের ব্যবস্থাধীনে মোট তহবিলের পরিমাণ দুই হাজার ৬০৭ কোটি টাকা, আমানতের পরিমাণ এক হাজার ১৩৭ কোটি এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ এক হাজার ৪৭০ কোটি টাকায় উন্নীত হয়।
ডিবিএইচ চলতি অর্থবছরের ছয় মাসে নন-পারফরমিং লোন শূন্য দশমিক ৫ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে।

No comments

Powered by Blogger.