চাঙ্গা হচ্ছে ওটিটি

দেশে এখনো সিনেমার শুটিং সেভাবে শুরু হয়নি। গত দুই মাসে মুক্তিও পিছিয়েছে বেশ কিছু সিনেমার। শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ প্রস্তুত থাকলেও মুক্তির তারিখ ঘোষণা দেয়া যাচ্ছে না। পাশাপাশি কয়েকটি সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে, তবে চূড়ান্ত হয়নি তারিখ। এমন অবস্থায় বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে ধরা দিয়েছে ওটিটি প্ল্যাটফরম। বিশেষ করে দেশের ওটিটি প্ল্যাটফরমগুলোতে ছবি ও সিরিজ মুক্তি হয়নি গত দুই মাসে। দেশের সার্বিক পরিস্থিতির কারণেই ওটিটির মুক্তিও পিছিয়ে দেয়া হয়। তবে এবার দেশের ওটিটি প্ল্যাটফরমগুলো ফের চাঙ্গা হতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে চলতি বছরের সব থেকে বড় সিনেমা ‘তুফান’। শাকিব খানের এ ছবিটি অবশ্য ভারতের ‘হইচই’-এও মুক্তি দেয়া হয়েছে। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত আরেক ওয়েব কনটেন্ট ‘মায়া’ও দ্রুতই

মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে। এতে অভিনয় করেছেন মামুনুল, ইমন, সারিকা প্রমুখ। অন্যদিকে হইচই-এ অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ সিরিজ। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। অক্টোবরে মুক্তির কথা রয়েছে কুসুম শিকদার অভিনীত ও পরিচালিত ‘শরতের জবা’ সিনেমা। এটিও পরবর্তীতে আইফ্লিক্স নামক ওটিটিতে মুক্তি পাবে। বঙ্গ’র ওটিটি প্ল্যাটফরমে সম্প্রতি মুক্তি পেয়েছে নাহিদ হাসনাত পরিচালিত থ্রিলার ড্রামা ‘এন্ড এনকাউন্টার’। বিঞ্জে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া অভিনীত শর্ট ওয়েব ফিল্ম ‘একটি খোলা জানালা’। এর বাইরেও দেশের ওটিটি প্ল্যাটফরমগুলোতে আরও কমপক্ষে ৬টি নতুন সিরিজ ও একাধিক ওয়েব ফিল্ম মুক্তিরও অপেক্ষায় রয়েছে।

mzamin

No comments

Powered by Blogger.