‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা জমজমাট। ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প নিজেদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পরস্পরকে আক্রমণ-প্রতি আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছেন। এর মধ্যে ট্রাম্প ও তার দল গর্ভপাত ইস্যুতে ভণ্ডামি করছেন বলে অভিযোগ করেছেন কমালা হ্যারিস। শুক্রবার নির্বাচনী প্রচারণায় এমন অভিযোগ করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, আগামী ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমালা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জর্জিয়ার আটলান্টায় শুক্রবার নির্বাচনী সমাবেশ করেন কমালা। সমাবেশটিতে মূলত নারী সমর্থকরা উপস্থিত ছিলেন। জর্জিয়ায় সমপ্রতি গর্ভধারণ-সংক্রান্ত জটিলতায় দু’জন নারীর মৃত্যু হয়। তাদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন কমালা। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ, জর্জিয়া তার একটি। সমাবেশে কমালা বলেন, ‘এই ভণ্ডরা এমনভাবে কথা বলতে চান যে, এটার মধ্যে (গর্ভপাত ইস্যু) নারী ও শিশুদের সেবার সর্বোত্তম স্বার্থ রয়েছে। তিনি আরও বলেন, ভালো কথা, যখন আমেরিকার নারী ও শিশুদের সেবা-যত্ন নিয়ে কথা বলার সময় আসে, তখন আপনারা কোথায় ছিলেন, কোথায় ছিলেন আপনারা? কতো বড় সাহস তাদের।’ দুই মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালে সামনে চলে আসেন কমালা। পরে ডেমোক্রেটিক পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই কমালা গর্ভপাত প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে নিয়ে বারবার এ বিষয়ে কথা বলেছেন। তিনি এর নাম দিয়েছেন ‘ট্রাম্প গর্ভপাত নিষেধাজ্ঞা’। যুক্তরাষ্ট্রে অন্তত ২০টি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ। জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পেরিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আইনে গর্ভপাত নিষিদ্ধ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জর্জিয়া থেকে দোদুল্যমান রাজ্য উইসকনসিনে যান কমালা। সেখানে শুক্রবার রাতে ম্যাডিসনে এক নির্বাচনী সমাবেশে কমালা পুনরায় একই প্রসঙ্গে কথা বলেন। সেখানে তিনি গর্ভপাত নিষিদ্ধ আইনকে ‘অমানবিক’ বলে বর্ণনা করেন। কমালা বলেন, ‘এটা একটি স্বাস্থ্যসেবা-সংকট, এবং ডনাল্ড ট্রাম্প এর কারিগর।’ এদিন দুটি নির্বাচনী সমাবেশেই কমলা আম্বার নিকোল থরম্যানকে নিয়ে কথা বলেন। ২৮ বছর বয়সী এক সন্তানের জননী থরম্যান গর্ভপাত করাতে গর্ভপাতের ওষুধ খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে বিরল এক জটিলতা দেখা দেয় এবং অস্ত্রোপচার করার সময় তিনি মারা যান। ২০২২ সালে ওই ঘটনা ঘটে। আটলান্টায় কমালা বলেন, ‘আমরা এটা নিশ্চিত করবো যে, আম্বারের নাম শুধু একটি সংখ্যা হিসেবে স্মরণে রাখা হবে না।’ জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপরাহ্‌ উইনফ্রে আটলান্টা সমাবেশের আয়োজন করেছিলেন। সমাবেশে যোগ দেয়ার এক দিন আগে কমালা থরম্যানের পরিবারের সঙ্গে দেখা করেন।
mzamin

No comments

Powered by Blogger.