মার্কিন চার সিনেটরের চিঠি: গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ড. ইউনূসকে
গ্রেপ্তার ও আহত করেছে হাজারো মানুষকে। যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি। একই সঙ্গে আপনার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই নিরাপত্তা সেবার সঙ্গে জড়িতদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ ও পক্ষপাতিত্বহীন তদন্তের জন্য বিশ্বাসযোগ্য প্রক্রিয়া গ্রহণের। বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান করার প্রতি আপনার অঙ্গীকার প্রদর্শন এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য আপনার অন্তর্বর্তী সরকার যে সরল বিশ্বাসে কাজ করার অভিপ্রায়ে কাজ করছে তা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হবে। এই পরিবর্তন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মত প্রকাশ ও শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ সহ মানবাধিকার সুরক্ষিত রাখা নিশ্চিত করার জন্য একটি ঐতিহাসিক সুযোগ। সরকারে সবার অংশগ্রহণ, নাগরিক সমাজ ও নিরপেক্ষ মিডিয়ার প্রতি সমর্থনের একটি সুযোগ। বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে যে সহিংসতা ঘটানো হয়েছে তার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ এটা। বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার, যে সরকার তাদের কণ্ঠস্বরকে সম্মান জানাবে, তাদের অধিকারকে সুরক্ষিত রাখবে এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখবে। চিঠিতে আরও বলা হয়, যখন বাংলাদেশের এই নতুন অধ্যায়কে উদ্যাপন করছেন অনেকে তখন এসব উদ্যাপন কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় রূপ নিচ্ছে। হিন্দু সম্প্রদায়- যাদেরকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সমর্থক হিসেবে মনে করা হয়, তারাসহ পুলিশকে প্রতিশোধপরায়ণ হয়ে টার্গেট করার প্রামাণ্য রিপোর্ট আছে। এর ফলে আইন প্রয়োগে ফাঁক এবং সহিংস হামলার মুখে থাকা ব্যক্তিদের সুরক্ষায় অভাব দেখা গেছে। এসব হুমকি এবং সহিংস ঘটনাকে সিরিয়াসলি দেখার জন্য আপনার প্রতি অনুরোধ জানাই আমরা।
No comments