কমালা হ্যারিসকে ভোট দেবেন ডিক চেনি

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী কমালা হ্যারিসকে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং যাবজ্জীবন রিপাবলিকান দল করা ডিক চেনি। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সির সময়ে তিনি খুব প্রভাবশালী একজন রাজনীতিক ছিলেন। তিনি এক বিবৃতিতে তার দল রিপাবলিকানের এবারের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিরাট হুমকি হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ডনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের প্রজাতন্ত্রে বড় কোনো হুমকি কখনো কোনো ব্যক্তিকে দেখিনি। এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে ডিক চেনির মেয়ে রিপাবলিকান সাবেক আইনপ্রণেতা লিজ চেনি বলেছিলেন, এবার ডেমোক্রেট দলের মনোনীত ব্যক্তিকে সমর্থন দেয়ার পরিকল্পনা করছেন তার পিতা। ডিক চেলি বলেছেন, তিনি (ট্রাম্প) গত নির্বাচনে মিথ্যা ও সহিংসতাকে ব্যবহার করে নিজেকে ক্ষমতায় ধরে রাখার জন্য ভোট চুরি করেছেন। কিন্তু ভোটাররা তাকে প্রত্যাখ্যান করেছিল। ক্ষমতায় আবার তার ওপর কখনো কোনো আস্থা আনা যাবে না। নাগরিক হিসেবে আমাদের সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সবার ওপরে অংশীদারিত্বের দায়িত্ব আছে। এ জন্যই আমি এখনকার ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে ভোট দেবো।

ডিক চেনির এই মন্তব্যকে কমালা হ্যারিস শিবির থেকে স্বাগত জানানো হয়েছে। তার প্রচারণা শিবিরের চেয়ার জ্যাঁ ও’ম্যালি ডিলন বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট চেনির সমর্থন পেয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট গর্বিত। দলীয় বিবেচনার বাইরে দেশের জন্য ঊর্ধ্বে উঠার জন্য তার এই সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কিছু প্রভাবশালী রিপাবলিকান। তার সঙ্গে ডিক চেনির নাম যুক্ত হওয়ায় সেই তালিকা আরও দীর্ঘ হলো। ডিক চেনির মেয়ে লিজ চেনি এরই মধ্যে কমালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। লিজ চেনি ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার তদন্তে হাউজ সিলেক্ট কমিটির সদস্য ছিলেন। ওই ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার প্রস্তাবে যে ১০ রিপাবলিকান ভোট দিয়েছিলেন, তার মধ্যে লিজ চেনি অন্যতম। উল্লেখ্য, ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে ২০২২ সালে কংগ্রেসের নির্বাচনে আসন হারান লিজ চেনি। কমালা হ্যারিসকে ডিক চেনির সমর্থন দেয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর ডিক চেনিকে নামমাত্র রিপাবলিকান বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এ ছাড়া তিনি ইরাক যুদ্ধে ডিক চেনির ভূমিকার জন্য তাকে ‘কিং অব এন্ডলেস, বাজে যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।

No comments

Powered by Blogger.