টেলিগ্রামে আসছে নতুন নতুন ফিচার
শুধু শতকরা ০.০০১ ভাগ বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তারা এই প্ল্যাটফরমের খারাপ ভাবমূর্তি সৃষ্টি করছে। এর ফলে আমাদের প্রায় এক বিলিয়ন ব্যবহারকারীকে ঝুঁকিতে ফেলছে তারা। শুক্রবার টেলিগ্রামে নতুন এক বিবৃতিতে তিনি এসব কথা লিখেছেন। তিনি আরও বলেন, এ কারণেই এ বছর আমরা সমালোচনার জায়গাগুলোকে প্রশংসার জায়গায় পরিবর্তনের জন্য আধুনিকায়ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
দুরোভ বলেন, হাতের কাছে থাকা ফিচারগুলো সরিয়ে ফেলেছে টেলিগ্রাম। এসব ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীকে শনাক্ত করে ফেলে। এমন মানুষের সংখ্যা শতকরা ০.১ ভাগেরও কম। এর পরিবর্তে বৈধতা ও ভেরিফায়েড ব্যবস্থা চালু করতে যাচ্ছে টেলিগ্রাম। তিনি বলেন, নতুন মিডিয়া টেলিগ্রামে আপলোড ডিজঅ্যাবল করতে যাচ্ছেন। উল্লেখ্য, টেলিগ্রামে উগ্রপন্থিদের এবং বেআইনি কন্টেন্ট কমাতে ব্যর্থতার জন্য চারদিন ফ্রান্সে আটকে রেখে অভিযুক্ত করা হয়। গত ২৪শে আগস্ট প্যারিসের বাইরে লা বুরগেট বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি একটি প্রাইভেট জেটে আরোহণ করছিলেন। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ফ্রান্সেই থাকবেন এবং সপ্তাহে কমপক্ষে দু’বার পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে রিপোর্ট করবেন এই শর্তে ৫০ লাখ ইউরোর বিনিময়ে জামিন পেয়েছেন দুরোভ।
No comments