হঠাৎ কেটে গেলে যা করবেন

রান্নাঘরে কাজের সময়,শিশুরা খেলতে গিয়ে কিংবা যে কারও কেটে গিয়ে রক্তপাত হতে পারে। এ ধরনের দুর্ঘটনা হলে তাৎক্ষণিকভাবে ঘরোয়া উপায়ে চিকিৎসা নেয়া উচিত।  বাড়িতে হলুদের গুড়া থাকলে সঙ্গে সঙ্গে তা ক্ষতস্থানে লাগান। এতে রক্তপাত থেমে যাবে এবং সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যাবে।
আপেল সিডার ভিনেগার ক্ষত সারাতে ভাল কাজ করে। রক্তপাত বন্ধ করতে কিংবা ব্যথা সারাতে কেটে যাওয়া স্থানে এটি ব্যবহার করতে পারেন।  এমনিতে বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু ক্ষতস্থানে চিনি লাগালে তা দ্রুত কাজ করে। তবে ১৫ মিনিটের মধ্যে তা ধুয়ে ফেলা উচিত।  কেটে যাওয়া ক্ষত সারাতে মধু অ্যান্টিব্যাক্টিরিয়াল হিসেবে কাজ করে। এটি সংক্রমণ থেকে রক্ষা করে। এমনকি পুড়ে যাওয়া ক্ষত সারাতেও মধু বেশ উপকারী।  পোকামাকড়ের কামড়ে ক্ষত সৃষ্টি হলে কিংবা শরীরের কোনো অংশ কেটে গেলে আক্রান্ত স্থানে টি ব্যাগ চেপে ধরত পারেন। এটা তাৎক্ষণিক রক্তপাত বন্ধ হতে সাহায্য করবে।

No comments

Powered by Blogger.