আবার বিপর্যয়ে ট্রাম্প, আরেক সহকর্মীর পদত্যাগ

আবার বিপর্যয়ের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দীর্ঘ দিনের ও ঘনিষ্ঠতম সহকারী হোক হিকস পদত্যাগ করছেন। তিনি ছিলেন হোয়াইট হাউসের কমিউনিকেশন্স ডিরেক্টর। হোয়াইট হাউস বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বলে সিএনএন জানিয়েছে।
গত কয়েক বছরে হোপের উল্কার বেগে উত্থান হয়েছিল। অবশ্য তিনি তার অবস্থানকে বেশ লো-প্রফাইলে রাখতেন। তার বিদায়ে বেশ সমস্যায় পড়বেন ট্রাম্প। ট্রাম্প তার উপস্থিতিতে কাজ করতে অভ্যস্ত ছিলেন। হাইস ইন্টিলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য প্রদানের এক দিন পর তিনি পদত্যাগ করেছেন। তিনি ওই অনুষ্ঠানে বলেছিলেন, তিনি দায়িত্ব পালন কালে কারো ক্ষতি হবে না- এমন মিথ্যা কথা বলেন। তবে ঠিক এ কারণেই তিনি পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। সাবেক সিনিয়র সহকর্মী বব পোর্টারের এক কেলেঙ্কারির সাথেও জড়িত ছিলেন হোপ হিকস। রবও পদত্যাগ করেছেন। বুধবার পদত্যাগের ঘোষণাকালে হোপ কেঁদে ফেলেন। তিনি বলেন, তিনি সবসময় ট্রাম্পের কল্যাণ চেয়েছেন।

No comments

Powered by Blogger.