ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার এখনই সময়

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ব্রিয়ান অ্যাকটন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলুন। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের সমবেত আহ্বানে সুর মিলিয়ে অ্যাকটন মঙ্গলবার এক টুইটার বার্তায় এ কথা বলেন।
-খবর সিএনএন অনলাইন। লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা (সিএ) অবৈধ উপায়ে ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে পরামর্শক হিসেবে কাজ করা সিএ কীভাবে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেল তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তথ্য হাতিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক আন্দোলন শুরু হয়। ফেসবুকের এক ব্যবহারকারী বলেন, আমাদের তথ্য নিয়ে ফেসবুক যা করেছে, তাতে যদি মনে কোনো ক্ষোভ তৈরি হয়ে থাকে, তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলুন। মনে রাখবেন, আমরা ক্রেতা নই, আমরা হচ্ছি পণ্য। এক হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে ২০১৪ সালে হোয়াটসঅ্যাপের স্বত্ব নিয়ে নেয় ফেসবুক। গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক থেকে সরে আসেন অ্যাকটন। সম্প্রতি তিনি নিরাপদ বার্তা আদান-প্রদান অ্যাপ সিগন্যালে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি সিগন্যাল ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত হয়েছেন।

No comments

Powered by Blogger.