সমাধি খুলতেই পাওয়া গেল রত্নভাণ্ডার

মধ্য চীনের হেনান প্রদেশে একটি নির্মীয়মাণ বাড়ির মাটির নিচ থেকে মিলল অন্তত কয়েক হাজার বছর আগের বেশ কয়েকটি সমাধি। মোট ২১টি সমাধি মিলেছে বাড়িটির নিচ থেকে। সমাধিগুলোর ভিতর থেকে বেশ কয়েক বাক্স সোনাসহ বহু মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ।
সবমিলিয়ে উদ্ধার হওয়া ধনসম্পদগুলির বর্তমান বাজারে মূল্য কয়েক কোটি ডলার। চীনের প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, গবেষকরা এই সমাধিগুলো পরীক্ষা করে জানিয়েছেন, সোনা-সহ বহুমূল্য রত্নগুলো আনুমানিক ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছে৷ উদ্ধার হওয়া এই ধন সম্পদের মধ্যে বয়েছে সোনা, ব্রোঞ্জসহ আরো মূল্যবান ধাতুর সামগ্রী৷ এই সম্পদগুলোকে সম্পর্কে আরো বিস্তারিত জানতে মূল্যবান ধাতুগুলিকে গবেষণার জন্য পাঠানো হয়েছে৷

No comments

Powered by Blogger.