জাপানের সামরিক প্রস্তুতি, টার্গেট চীন

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপানের জন্য একটি স্পষ্ট ও তাৎক্ষণিক সামরিক হুমকি। কিন্তু উত্তর কোরিয়ার চেয়ে চীনকেই বড় হুমকি মানছেন টোকিওর সমর পরিকল্পনাবিদরা। বেইজিংকে চ্যালেঞ্জিং শত্রু হিসেবে দেখছেন তারা। কয়েক বছর ধরেই সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটাচ্ছে চীন।
বাড়ছে এ খাতের বাজেট বরাদ্দ। এরই মধ্যে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে দেশটি। অথচ ওই এলাকার ওপর এ অঞ্চলের অন্য দেশগুলোরও দাবি রয়েছে। জাপানের বৈদেশিক বাণিজ্যের বড় বাজার হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। দেশটির সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক দশকের সামরিক প্রভাবের ধারাবাহিকতায় প্রশান্ত মহাসাগরের জাপানি দ্বীপে অনুপ্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে চীন। ওকিনাওয়ার দ্বীপের ওপর দিয়ে চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অপ্রত্যাশিত চলাচলকে হুমকি হিসেবে দেখছে টোকিও। তবে বেইজিংয়ের জন্য এটি তার বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠার একটি ধাপ বা অংশ মাত্র। টোকিওর নিহোন ইউনিভার্সিটির অধ্যাপক নোজোমু ইয়োশিটোমি দেশটির একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি বলেন, এমনকি আমরা এই লাঞ্ছনাদায়ক বাস্তবতার মুখোমুখি হচ্ছি।

No comments

Powered by Blogger.