যুক্তরাষ্ট্র সৈন্য না সরালে অভিযানে নামবে ইরান

সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইউফ্রাটিস নদীসংলগ্ন এলাকা থেকে যুক্তরাষ্ট্রকে সৈন্য প্রত্যাহার করে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আকবার বেলায়াতি। অন্যথায় ইরান শক্তি প্রয়োগ করবে বলেও হুশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের মাশাদ শহরে এক সেমিনারের আগে বেলায়াতি এ কথা বলেন। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি। এ সময় বেলায়াতি যুক্তরাষ্ট্র কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভেঙে দেয়ার উদারণ তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ ভেঙে ফেললেও তুরস্ক ভেঙে ফেলার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বেলায়াতি সম্প্রতি সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের আফগানিস্তানে জড়ো করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে বেলায়াতি বলেন, আফগানিস্তানে আইএস সন্ত্রাসীদের উপস্থিতি মানে ইরানের ৯০০ কিলোমিটার সীমান্ত হুমকির মুখে পড়বে। যা আমরা কোনোভাবেই মেনে নেব না।

No comments

Powered by Blogger.