ডেঙ্গু প্রতিরোধক টিকা ব্যবহারেই তিন শিশুর মৃত্যু

ফিলিপাইনে ডেঙ্গু প্রতিরোধক টিকা ডেঙ্গভ্যাক্সিয়ার ব্যবহারের পর মারা যাওয়া ১৪ শিশুর মধ্যে তিনজনের প্রাণহানির জন্য প্রতিষেধকটি দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ফিলিপাইন সরকার জানিয়েছে, ডেঙ্গভ্যাক্সিয়ার ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচির জন্য প্রস্তুত না।
খবর রয়টার্সের। বিশ্বের প্রথম ডেঙ্গুর টিকা বাজারে ছেড়েছিল ওষুধপ্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যানোফি। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি জানায়, যারা কখনো ডেঙ্গুর ভাইরাসে আক্রান্ত হননি, ডেঙ্গুর টিকা তাদের শরীরে মারাত্মক রোগের ঝুঁকি বাড়াতে পারে। এই খবর জানার ফিলিপাইনে হুলস্থুল পড়ে যায়। কারণ ২০১৬ সাল থেকে দেশটিতে আট লাখেরও বেশি স্কুলগামী শিশুকে ডেঙ্গু প্রতিরোধের টিকা দেয়া হয়েছিল। স্যানোফির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছেন, তাদের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি।আমরা বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্ত কয়েক কোটি মানুষের দুর্ভোগ লাঘব করতে চেয়েছি। গত বছরের নভেম্বরে ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গভ্যাক্সিয়া টিকাদান কর্মসূচি স্থগিত করেন। এই টিকা দেয়ার পর দেশটিতে যে চৌদ্দটি শিশুর মৃত্যু হয়েছে, তাতে এর কোন অবদান আছে কিনা, তা জানতে দশ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের নির্দেশ দেন। শেষ পর্যন্ত তিনটি শিশুর মৃত্যুর সঙ্গে ডেঙ্গভ্যাক্সিয়ার সম্পর্ক খুঁজে পাওয়া যায়।

No comments

Powered by Blogger.