ঠিকাদার খায়রুল হুদাকে গ্রেফতার করেছে দুদক

সুনামগঞ্জের হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামি ঠিকাদার ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার পথে গ্রেফতার  করেছে। মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। খায়রুল হুদা চপল ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী। এ নিয়ে দুদকের মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হল। খায়রুল হুদা চপল বর্তমানে সুনামঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক।
এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ছোট ভাই। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য মঙ্গলবার রাতে যুগান্তরকে জানান, বিদেশ (সিঙ্গাপুর) যাওয়ার চেষ্টাকালে রাত পৌনে ১২টার দিকে বিমান বন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাহায্যে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করা হয়। এপিবিএন পুলিশই তাকে গ্রেফতারের পর দুদকে সোপর্দ করে। জানা যায়, হাওড়ের বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে গত ২ জুলাই সুনামগঞ্জ সদর থানায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৪৬ জনই ঠিকাদার। ঠিকাদার খায়রুল হুদা চপলও ওই মামলার  আসামি।

No comments

Powered by Blogger.