মুক্তামণির ড্রেসিং খোলা হবে আজ

অপারেশনের ৫ দিন পর আজ মুক্তামণির ড্রেসিং খোলা হবে। মুক্তামণিকে ১১ জুলাই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ভর্তির পর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১২ আগস্ট মুক্তামণির প্রথম পর্যায়ে অস্ত্রোপচার সফল হয়। ওইদিন থেকেই মুক্তামণি বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন। জাতীয় বার্ন ইউনিটের প্রধান সমম্বয়কারী প্রফেসর ডা. সামন্ত লাল সেন যুগান্তরকে বলেন, মঙ্গলবার মুক্তামণিকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে। বুধবার (আজ) মুক্তামণির ড্রেসিং খোলা হবে এবং চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় কবে অস্ত্রোপচার হবে তা চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া চকলেট, পুতুলসহ খেলনা সামগ্রী পেয়ে মুক্তামণি অনেক খুশি। যখনই তার কাছে কোনো চিকিৎসক, নার্স যাচ্ছেন তখনই উপহার সামগ্রীর কথা বলছেন। জাতীয় বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মুক্তামণির খোঁজখবর নিচ্ছেন। মুক্তামণিকে চকলেট, পুতুল ও খেলনা সামগ্রী দিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. মো. জুলফিকার আলী লেনিন। বার্ন ইউনিটের পরিচালক ও মুক্তামণির চিকিৎসায় গঠিত বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম বলেন, মুক্তামণির আরও প্রায় ৬-৭টি অস্ত্রোপচার লাগবে।

No comments

Powered by Blogger.