জেলেদের জালে পাওয়া গেল চুয়েট-ছাত্রের লাশ

জেলেদের জালে পাওয়া গেল সৈকতে নিখোঁজ চুয়েটের মেধাবী ছাত্র খাব্বাবের লাশ। কুমিল্লার মেধাবী ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাব সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে বন্ধুদের সাথে সাগরে বেড়াতে গিয়ে গত মঙ্গলবার ৩টায় নিখোঁজ হন। নিখোঁজের ২২ ঘন্টা পর জেলেদের জালে বুধবার দুপুর ১টায় তার লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাব্বাবের মামা নাঈমুল বারী। খাব্বাব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ১৩তম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র এবং কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলালের বড় ছেলে। তিনি ইবনে তাইমিয়া স্কুল থেকে এসএসসি এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামে। চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার বাবা মু. শফিকুল আলম হেলাল পবিত্র হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন।
দাফন : বুধবার চারটায় সীতাকুন্ডের সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চুয়েটের শিক্ষক ও তার সহপাঠিরা মেধাবী ছাত্র খাব্বাবের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন। কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা এবং বাদ এশা ঢাকার আজিমপুর কবরস্থানে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লার ইবনে তাইমিয়া ট্রাস্ট, গভর্নিংবডির সদস্য, শিক্ষক ও কর্মচারীরা। তারা তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

No comments

Powered by Blogger.