অভিনেত্রী সুমিতা সান্যাল আর নেই

‘কুহেলি’ খ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল আর নেই। ৯ই জুলাই সোমবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৪৫ সালে দার্জিলিংয়ে তার জন্ম। পরিচিত ছিলেন মঞ্জুলা নামে। পরিচালক বিভূতি লাহাই তার নাম বদলে রাখেন সুচরিতা। তার পরিচালনায় ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ ছিল এ অভিনেত্রীর প্রথম ছবি। তারপরেই পরিচালক কণক মুখোপাধ্যায় সুচরিতা নামটি ছোট করে সুমিতা করে দেন। তখন থেকেই বাংলা ছবির জগতে সুমিতা নামেই পরিচিত হন তিনি। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ থেকে শুরু করে একাধিক বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন সুমিত সান্যাল। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের দুই মহানায়ক উত্তমকুমার ও অমিতাভ বচ্চনের বিপরীতে তিনি অভিনয় করেছেন। মূলত পার্শ্বচরিত্রেই অভিনয় বেশি করেছেন। ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ তার অভিনয় নজর  কেড়েছিল। এছাড়াও ‘দেয়া-নেয়া’, ‘কাঞ্চনকন্যা’, ‘আলো তুমি আলেয়া’, ‘কুহেলি’, ‘আপনজন’, ‘সাগিনা মাহাত’-এর মতো একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। বলিউডের বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন সুমিতা। এসবের মধ্যে রয়েছে ‘গুড্ডি’, ‘আশির্বাদ’, ‘মেরে আপনে’র মতো ছবি। থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। যুক্ত ছিলেন রঙ্গসভা নামে একটি নাট্যদলের সঙ্গে।

No comments

Powered by Blogger.