জলবায়ু নিয়ে অচলাবস্থার অবসান

জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে। ফলে সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে চূড়ান্ত ঘোষণা নিয়ে দেশগুলোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। খবর বিবিসির। ইইউর একজন কর্মকর্তা জানান, চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে অন্য দেশগুলোর অঙ্গীকারকে খাটো না করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণার ব্যাপারে মতৈক্যে পৌঁছতে শনিবার রাতভর কাজ করেন আলোচকরা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চালিয়েও চূড়ান্ত ঘোষণার খসড়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে পারছিল না দেশগুলো। এক্ষেত্রে একপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আর বিপরীতে জি-২০ সংগঠনের বাকি ১৯ সদস্য। তবে সম্মেলনে যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও স্বীকার করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। যুক্তরাষ্ট্র জোর আপত্তি জানায় ভবিষ্যতে কয়লা ও তেলের ব্যবহার নিয়ে। জলবায়ু পরিবর্তনকে বিশ্বাস করেন না প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন জানায়, সম্মেলনের সমাপনী ভাষণে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের অবস্থানের নিন্দা জানান। মার্কেল বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় তিনি মর্মাহত। তবে সংস্থার বাকি ১৯ সদস্য ওই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন  চুক্তি থেকে সরে গেলেও চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, কার্বন নিঃসরণের যে কোনো উদ্যোগে দেশটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং জ্বালানি নিরাপত্তার প্রয়োজনীয়তাকে সমর্থন দিয়ে যাবে। এদিকে জি-২০ সম্মেলনের শেষদিনেও বিশ্বনেতারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে। চ্যান্সেলর মার্কেল শনিবার সকালে নাশতা সারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে। এদিকে হামবুর্গে দ্বিতীয় দিনেও সম্মেলনে বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা সম্মেলনে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতির বিরোধিতা করেন। তারা গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর পাথর নিক্ষেপ এবং দোকানপাট লুট করেন।

No comments

Powered by Blogger.