রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন

মিয়ানমার সরকারকে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এ আহ্বান জানান। গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এবং মংডু শহরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন গ্রান্ডি। তিনি মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচির সঙ্গেও বৈঠক করেন। খবর রয়টার্সের। রাখাইন প্রদেশটি মিয়ানমারের পশ্চিমে অবস্থিত।
২০১২ সাল থেকে একাধিক সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম নিহত ও প্রায় দেড় লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বৌদ্ধশাসিত মিয়ানমারের দীর্ঘদিনের সামরিক শাসন অবসানের পর ফের এ দাঙ্গা শুরু হয়। ব্যাংককে সাংবাদিকদের গ্রান্ডি বলেন, মুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়ার কাজ শুরু করা উচিত। কারণ দীর্ঘদিন ধরেই তারা নাগরিকত্ব বঞ্চিত রয়েছেন। মিয়ানমার প্রায় দশ লাখ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী বলে দাবি করে আসছে। কয়েক প্রজন্ম ধরে সেখানে রোহিঙ্গা পরিবার বাস করলেও তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটির সরকার।

No comments

Powered by Blogger.