আরও দুই সপ্তাহ চলবে ভ্রাম্যমাণ আদালত

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বৃদ্ধি করেছেন আপিল বিভাগ। মঙ্গলাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সময় চেয়ে রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত আপিল শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেন সর্বোচ্চ আদালত। এর আগে গত ২ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ দুই সপ্তাহ সময় দিয়েছিলেন। সে সময় শেষে আপিলে আজ বিষয়টি শুনানির জন্য ওঠে। কিন্তু রাষ্ট্রপক্ষ আবারও সময় আবেদন করলে সর্বোচ্চ আদালত তা মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত বিষয়ে আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন। হাইকোর্টের রায়ের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি বলেন, এতে করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোনো বাধা নেই। গত ১১ মে পৃথক তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ১৪ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরপর ২১ মে রাষ্ট্রপক্ষের আবেদনটি কার্যতালিকায় আসলে ওইদিন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার আদেশ দিয়ে স্থগিতাদেশের মেয়াদ ২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। এরপর দুই দফায় এ বিষয়ে রাষ্ট্রপক্ষ চার সপ্তাহ সময় নিলেন।

No comments

Powered by Blogger.