২ লাখ ডলারের ক্ষতি এক সেলফিতে

শুধু অর্থের অঙ্কটাই ছিল দুই লাখ মার্কিন ডলার। তবে এটিকে অর্থ দিয়ে পরিমাপ করে ঠিক কূল পাওয়া যাবে না। কারণ এটি ছিল শিল্পকর্ম প্রদর্শনী। একটি সেলফি নিতে গিয়ে সবকিছু গড়বড় হয়ে যায়। সাজানো সারিবদ্ধ শিল্পকর্মগুলো নিমিষেই শেষ। যতক্ষণে ওই নারী বুঝতে পারেন ততক্ষণে যা হওয়ার তাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি শিল্পকর্ম প্রদর্শনীতে। দ্য ওয়ানফোর্থ ফ্যাক্টরি নামক ওই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিল। অজ্ঞাত ওই মহিলা তার ফোন থেকে একটি সেলফি নিতে চেষ্টা করছিলেন। তিনি এমন একটি জায়গাতে দাঁড়িয়ে সেটি করছিলেন, সেখানে সারিবদ্ধ সেই শিল্পকর্মগুলোর একেবারে শুরু। কিন্তু হঠাৎ করেই ওই নারী পড়ে যান একটি প্রদর্শনীর ওপর। আর মুহূর্তেই একটি আরেকটির গায়ে লেগে পড়তে থাকে। শিল্পকর্ম প্রদর্শনীর এক মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনায় তিনটি ভাস্কর্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর পড়ে গেছে মোট ১৪টি। যার বেশিরভাগই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। এ ভাস্কর্যগুলো তৈরি করতে অনেক শিল্পীর ২০ বছর পর্যন্ত সময় লেগেছে বলেই জানান তিনি।

No comments

Powered by Blogger.