৯ শিশুর মৃত্যু: দায়িত্বে অবহেলায় ৬ স্বাস্থ্যকর্মীকে বদলি

টিকাদান কর্মসূচিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সীতাকুণ্ডের সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় স্বাস্থ্য বিভাগের ছয় মাঠকর্মীকে বদলি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ-সংক্রান্ত বদলি আদেশটি সই করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠিয়েছেন জেলা সিভিল সার্জন। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানান, তদন্ত প্রতিবেদনে সীতাকুণ্ডের ছয় মাঠকর্মীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ রয়েছে। তাই ডিজির (মহাপরিচালকের) নির্দেশে তাদের বদলি করা হয়েছে। উল্লেখ্য, সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় হামে আক্রান্ত হয়ে নয় শিশুর মৃত্যু হয়েছে। প্রথমে অজ্ঞাত রোগে মৃত্যুর কথা বলা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়েছে হামের সংক্রমণে সীতাকুণ্ডের ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে পুষ্টিহীনতা ওই মৃত্যুকে ত্বরান্বিত করেছে। পাশাপাশি কুসংস্কারের কারণে সময়মতো আধুনিক চিকিত্সা থেকেও বঞ্চিত হয়েছে হামে আক্রান্ত এলাকার ৮৫টি পরিবারের মোট ৩৮৮ জন মানুষ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ঘটনার পর এলাকায় টিকা দেয় হয় না বলে অভিযোগ করেন ত্রিপুরাপাড়াবাসী। এর প্রেক্ষিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনে স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে।

No comments

Powered by Blogger.