ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট চলছে

নিষিদ্ধ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের দু'পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট চলছে মঙ্গলবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। এদিকে সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ও মেড্ডা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও লোকাল কোনো বাস ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রাগ্রাম ও দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর জেলা সিলেটের সঙ্গে বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া জানান, ৬ দফা দাবিতে সকাল থেকে জেলায় ধর্মঘট চলছে। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি। অন্যদিকে সৃষ্ট পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বেলা ১২টায় পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক আহ্বান করা হয়েছে। এর আগে সোমবার রাতে শহরের মেড্ডা বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা থেকে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া এ কর্মসূচির ঘোষণা দেন।

No comments

Powered by Blogger.