সাভারে আ'লীগ নেতার বাড়িতে ডাকাতি

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ ইউপি’র সভাপতির বাস ভবনে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা পরিবারের নারী সদস্যদের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাতরা। রোববার রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় আওয়ামী লীগের ধামসোনা ইউপি’র সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের নিজ বাসভবনে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে এসময় তিনি বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে ইউপি সভাপতি লতিফ মণ্ডল বলেন, রাতে ১৫/২০ জনের ডাকাতদল তার ভবনের নিজ তলায় এসে গেটের সিকিউরিটি ম্যান এমদাদকে জানায়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক। বাসায় ইন্সপেকশনের জন্যে এসেছেন।
এসময় তাদের হাতে ফাইল ছিল। এক পর্যায়ে সিকিউরিটি এমদাদকে ধরে ৫ম তলা ভবনের ৩য় তলার ফ্লাটে লতিফ মণ্ডলের দরজা খুলে ভিতরে নিয়ে যায়। সেখানে তাকে কাপড় দিয়ে বেঁধে বিভিন্ন কক্ষে প্রবেশ করে লতিফ মণ্ডলের স্ত্রী, মেয়ে এবং পুত্রবধূকে বেঁধে ফেলে। এ সময় তাদের শারিরিকভাবে নির্যাতন করা হলে তিনজন আহত হন। পরে আহতদের সাভারের একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। কোনও শব্দ করলে অস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা। এসময় ডাকাতরা বিভিন্ন কক্ষের ৫টি আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে ৫ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। প্রায় ঘণ্টাব্যাপী তাদের ফ্লাটে ডাকাতরা এ তাণ্ডব চালায়।   খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার ভবনের প্রহরী এমদাদকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসে। আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। ভবনের সিকিউরিটি ম্যানকে জিজ্ঞাসাবাদের জন্যে আনা হয়েছে।

No comments

Powered by Blogger.