পুরুষের দেহ থেকে কাটা হলো নারীর প্রজনন অঙ্গ

ভারতের রাজস্থানের উদয়পুরের ২২ বছরের এক যুবকের চিকিৎসা করতে গিয়ে বিভ্রান্তিতে পড়লেন ডাক্তাররা। আনডিসেনডেড টেস্টিকলস-এর চিকিৎসা করাতে এসেছিলেন যুবক। কিন্তু সেই চিকিৎসা শুরু করতে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা দেখেন ওই যুবকের শরীরে রয়েছে স্ত্রী প্রজনন অঙ্গ। বুধবার জিবিএইচ আমেরিকান হাসপাতালে সার্জারিটি হয়।
অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল জরায়ু, ডিম্বাশয় এবং সার্ভিক্স। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই যুবক এবং আগামী দিনে বিয়ে করে সংসার পাততে চান তিনি।
সিনিয়র গাইনিকলজিস্ট শিল্পা গোয়াল জানিয়েছেন, ‘আমার কর্মজীবনে এমন অস্ত্রোপচার এই প্রথম। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন বিরল ঘটনা মাত্র ৪০০টি রয়েছে। গাইনিকলোজিস্ট হওয়ায় আমি নারী শরীরের সব অঙ্গ সম্পর্কে জানি। কিন্তু এখানে চ্যালেঞ্জটা একেবারে অন্যরকম ছিল। এক পুরুষের শরীর থেকে নারীর অঙ্গ বাদ দিতে হত।’
এই বিরল অস্ত্রোপচারে ডা শিল্পা গোয়ালের সঙ্গে ছিলেন ইউরোলজিস্ট ডা মনীশ ভাট। যুবকের মা-বাবা তার জন্ম থেকেই এই সমস্যার কথা জানলেও কোনো চিকিৎসা করাননি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.