চরফ্যাশনে ২১ দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। শনিবার ভোর রাত পৌনে ৪টার দিকে উপজেলার পৌর বাজারের সদর রোডের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের বাজার গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌর বাজারের সদর রোডের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট রোড পর্যন্ত বাজার গলিতে আগুন লাগে। এসময় আগুনে বাজারের মুদি মনোহরি,
ফলের দোকান, মোবাইল সার্ভিসিং, ফার্মেসি, সেলুন, নীলা হার্ডওয়ার দোকান, ইলেক্ট্রনিক্স দোকানসহ অন্তত ২১টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও লালমোহন ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা   জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চরফ্যাশন থানা ওসি এনামুল হক জানান, আগুনে প্রায় ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা বলে পুলিশের কাছে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যসায়ীরা।

No comments

Powered by Blogger.