বয়স্কদের ১০ জনের ৯ জনই ফেসবুকে

বয়স্কদের মধ্যে সোশ্যাল মিডিয়া ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর ৬৫-৭৪ বছর বয়সীদের মধ্যে প্রতি ১০ জনের চারজনই স্মার্টফোন ব্যবহার করেন। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান অফকমের জরিপের এক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। এমনকি একই বয়সী প্রায় অর্ধেক মানুষের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টও রয়েছে। ১০ জনের মধ্যে ৯ জনই বেছে নিচ্ছেন ফেসবুক।
৬ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ এবং এক শতাংশ মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। তবে যাদের বয়স ৭৫-এর বেশি তারা অনলাইনে কার্যক্রম বাড়াতে আগ্রহী নন। বয়স্ক ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলেও তাদের মধ্যে অনলাইনে সময় কাটানোর প্রবণতা কম। তরুণদের তুলনায় যা অর্ধেক। যুক্তরাজ্যের বয়স্ক মানুষের ভেতর ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি পেলেও অনেকেই আছেন যারা সার্চ করতে গিয়ে হিমশিম খান। তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। অনেকেই নতুন করে ইন্টারনেট ব্যবহার শিখছেন। এ ক্ষেত্রে তাদের সহায়তা করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অফকমের হেড অব মিডিয়া লিটারেসি অ্যালিসন প্রেসটন। টেকশহর। বিবিসি অবলম্বনে

No comments

Powered by Blogger.