আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালে ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের এই চেয়ারম্যান। বুধবার বেলা ১১টায় হাসপাতাল কতৃপক্ষ জানায়, মঙ্গলবারের তুলনায় শফীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আহমেদ শফী হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগব্যাধিতে ভুগছেন। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে গতকাল রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। হাসপাতালটির সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মোতাহার হোসেন জানান, হার্ট, মেডিসিন, নিউরোমেডিসিন ও এন্ড্রোক্রাইনোলজিস্টসহ হাসপাতালের বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যলোচনা করে দেখছেন। পরে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে আল্লামা শফীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করবেন বলে জানান তিনি। ৯৬ বছর বয়সী আহমেদ শফী বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমীরের দায়িত্ব পালন করছেন।

No comments

Powered by Blogger.