দূর থেকে চালানো যাবে অ্যাপলের স্মার্ট স্পিকার

সব গুঞ্জন সত্যি প্রমাণ করে অ্যামাজন ও গুগলের স্মার্ট স্পিকারের সঙ্গে পাল্লা দিতে ‘হোমপড’ নিয়ে হাজির অ্যাপল। ক্যালিফোর্নিয়ার স্যান হোসে কনভেনশন সেন্টারে টেক জায়ান্টটির ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) নতুন ডিভাইসটি উন্মুক্ত করা হয়েছে। লম্বা ও ডিম্বাকার ৭ ইঞ্চি আকারের স্মার্ট স্পিকারটি ভার্চুয়াল সহকারী সিরির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। আইপডের মতোই এটি সাড়া ফেলবে বলে দাবি করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। চাইলে দূর থেকেও অ্যাপল ডিভাইসের সাহায্যে ঘরে থাকা স্পিকারটি চালানো যাবে। এতে একাধিক শক্তিশালী মাইক্রোফোন রয়েছে। ফলে গান চলা অবস্থায় ভয়েস কমান্ড সহজেই বুঝতে পারবে স্মার্ট এ ডিভাইস। এবং সে অনুযায়ী কাজ করবে। ধরুন আপনি একটা গান শুনছেন হোমপডের সাহায্যে।
তখন স্পিকারকে সিরির মাধ্যমে প্রশ্ন করলেন, এ গানটির গায়ক কে? স্পিকারটি আপনাকে জানিয়ে দেবে উত্তর। স্পিকারটির মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা উন্নতমানের সাউন্ড সুবিধা পাবেন। অ্যাপলের মিউজিক অ্যাপ স্পিকারটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি অ্যাপল মিউজিকে থাকা সব গান শোনা যাবে হোমপডের সাহায্যে। স্পিকারটির সাহায্যে অ্যালার্ম, মেসেজ, আবহাওয়া, রিমাইন্ডার, ইউনিট কনভার্টার ইত্যাদি কাজগুলো করে নেয়া যাবে। হোমপডে যুক্ত করা হয়েছে অ্যাপলের এ৮ চিপের প্রসেসর। দারুণ এ ডিভাইস চলতি বছর ডিসেম্বরে বিক্রি শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতে।

No comments

Powered by Blogger.