কাতার সংকটে কৃতিত্ব দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারকে বিচ্ছিন্ন করার কৃতিত্ব তার। সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ সাতটি মুসলিম দেশ। মঙ্গলবার টুইটে ট্রাম্প বলেন, তার সাম্প্রতিক সৌদি সফরকালে তাকে বলা হয়েছে যে কাতার উগ্র মতাদর্শের জন্য তহবিল জোগাচ্ছে। ট্রাম্প বলেন, তার সফরের ফল আসতে শুরু করেছে। দুই সপ্তাহ আগে সৌদি সফরকালে ট্রাম্প মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইরানকে দায়ী করেন এবং মুসলিম দেশগুলোকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। মনে করা হচ্ছে, ট্রাম্পের সেই ঘোষণায় সাহসী হয়ে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক সুপারপাওয়ার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আরব দেশগুলো। টুইটে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমার সাম্প্রতিক সফরকালে বলেছিলাম উগ্র মতাদর্শকে তহবিল জোগানো যাবে না। নেতারা তখন কাতাদের দিকে ইঙ্গিত করেন। বুঝুন। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বিবিসিকে বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় তার সরকার ট্রাম্পকে বলেছে যে, উগ্র ইসলাম প্রচারের সঙ্গে কাতারের জড়িত থাকার কোনো প্রমাণ নেই। বিবিসি।

No comments

Powered by Blogger.