বৈরী আবহাওয়ায় পাটুরিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচলে বিঘ্ন

গত দু’দিনের অব্যাহত বৈরী আবহাওয়ায় ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি-লঞ্চ ও ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থায় বিলম্বিত হচ্ছে। যাত্রী-সাধারণও নানাভাবে নাজেহালের শিকার হচ্ছে। দুর্ঘটনা এড়ানোর জন্য এ সকল রুটে যান চলাচলে ধীরগতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান, বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে এরুটে ফেরি চলাচলে বিশেষ শর্তকতা অবলম্বণ করা হচ্ছে। নদীতে পানি হ্রাসের ফলে মূলসড়ক থেকে ফেরিপন্টুন ডাউনে নেমে আসায় পিচ্ছল পথে ফেরিতে যানবাহন লোড-আনলোডে বিঘ্ন ঘটছে। প্রতিটি ফেরির ট্রিপ টাইম কমে আসায় কাংক্ষিত যানবাহন পারাপার সম্ভব না হলেও বহরে ১৬টি ফেরি চলাচল করছে। গত শুক্রবার সন্ধ্যার পর ঝড়ো হাওয়ায় প্রায় আধা ঘন্টা এ রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত চলাচলকারী পরিবহণ চালকরা জানিয়েছেন, বৃষ্টিতে দুর্ঘটনা এড়ানোর জন্য ধীরগতিতে যান চলাচল করতে হচ্ছে। এদের অনেকেই অভিযোগ করেছেন, মহাসড়কের পাশে গড়ে উঠা অসংখ্য ইট ভাটার ট্রাক থেকে ঝড়েপরা মাটিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শনিবার বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত কোথায়ও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.