সরাইলে স্কুল মাঠের বেহাল দশা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চত্বরের একমাত্র সরকারি নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বছরের পর বছর ধরে বেহাল দশায় থাকলেও সংস্কারের যেন কেউ নেই। সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পিআইও অফিসের দক্ষিণ পার্শ্বে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দক্ষিণ-পূর্ব কর্নারে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পেছনে পূর্ব পাশে অবস্থিত বিদ্যালয়টির এ অবস্থা দেখে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির কোমলমতি শিশু ছাত্র-ছাত্রীরা চরম ঝুঁকির মধ্যে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। বিদ্যালয়টির পূর্বদিকে একদিকে পুকুর অন্যদিকে মাঠের বেহাল দশায় শিশু ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকরা থাকেন প্রতিনিয়ত উদ্বিগ্ন। স্থানীয় বাসিন্দাদের অনেকে ক্ষোভের সাথে বলেন সরকারের উন্নয়ন বরাদ্দের কাবিখা, টিআর, এডিবির টাকার কিঞ্চিৎ পরিমান বরাদ্ধ দিয়ে উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়টির মাঠটি সংস্কার করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের খেলার উপযোগী করার মত কি কেউ নেই? এলাকাবাসীর প্রশ্ন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা উপজেলার বিভিন্ন প্রাথমিক সরকারি বিদ্যালয়ে অনুষ্ঠান করে মিড ডে মিল বিতরণ করেছেন, শতভাগ ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত করতে দৌড়ঝাঁপ করেছেন,
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকও পেয়েছেন অথচ তিনিও কি এই বিদ্যালয়টির মাঠের বেহাল দশা দেখেননি। বিদ্যালয়টির প্রতিবেশী শিক্ষানুরাগী শফিকুল ইসলাম সেলু বলেন উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টির মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও প্রশাসনিক কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের নজরে আসছে না। অবিলম্বে বিদ্যালয়ের মাঠটি সংস্কার প্রয়োজন। ঐতিহ্যবাহী নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির মাঠে মাঠি ভরাট করে শিশু শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা করার পরিবেশ তৈরী করে বাতির নীচে অন্ধকার দূর করতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, সদ্যযোগদানকারী সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

No comments

Powered by Blogger.