পদত্যাগ না করায় মার্কিন অ্যাটর্নিকে বরখাস্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে নিয়োগ পাওয়া ৪৬ সরকারি কৌঁসুলিকে (অ্যাটর্নি) পদত্যাগের নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করে বলেন, 'একসঙ্গে ক্ষমতা হস্তান্তর' প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। এসব আইনজীবীর মধ্যে প্রিত ভারারার নামও রয়েছে, যাকে ট্রাম্প গত নভেম্বরে এই পদে থেকে যেতে অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের পদত্যাগের নির্দেশ না মানায় নিউইয়র্কের এই ফেডারেল অ্যাটর্নিকে বরখাস্ত করা হয়েছে। খবর এএফপি, বিবিসির। শনিবার এক টুইটে প্রিত ভারারা লেখেন, 'আমি পদত্যাগ করিনি।
আর কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে।' তিনি বলেন, 'নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্ট আদালতে অ্যাটর্নি হওয়াটা আমার পেশাগত জীবনে সবচেয়ে বড় অর্জন।' এদিকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান এক বিবৃতিতে বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ও অব্যক্ত সিদ্ধান্তে ৪০ জনেরও বেশি মার্কিন অ্যাটর্নিকে সরিয়ে দেয়ার কথা বলা হয়। অন্যদের মতো প্রিত ভারারাকেও চলতি সপ্তাহে বরখাস্ত করা হয়। তিনি সম্মানের সঙ্গে ওই পদে কর্মরত ছিলেন।' তবে প্রিতের বরখাস্তের বিষয়ে তার দফতর ও মার্কিন বিচার বিভাগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

No comments

Powered by Blogger.