দোহার-নবাবগঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছবে

দোহার নবাবগঞ্জের কোনো ঘরই বিদ্যুৎবিহীন থাকবে না। দ্রুত বিদ্যুতের আলো পৌঁছে যাবে প্রতিটি ঘরে। শনিবার বিকালে দোহারের মাহমুদপুরের দেওভোগ গ্রামে একটি অন্ধ ভিক্ষুক পরিবারে ১০ ঘণ্টার নোটিশে বিনা খরচে বিদ্যুতের আলো জ্বেলে দেয়ার উদ্বোধনের প্রাক্কালে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন। সালমা ইসলাম এমপি আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে ধনী-দরিদ্র নয়, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে যে পদক্ষেপ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। বিদ্যুৎ থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। গড়ে উঠবে কলকারখানা। নতুন কর্মসংস্থানের সৃষ্টি হলে বেকারত্ব মোচন হবে। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহাদুজ্জামান মোল্লা, নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আলমগীর, দোহারের ডিজিএম কামাল হোসেন, এজিএম কামাল হোসেন, এজিএম (কম) রাশেদুজ্জামান প্রমুখ। একই দিন তিনি দোহারের মুকসেদপুর ধুবলীবাজারে জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত হন। এ সময় তিনি আগামী নির্বাচনের জন্য সব নেতাকর্মীকে প্রস্তুত হয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সমর্থন আদায়ে কাজ করার নির্দেশ দেন।
সালমা ইসলাম দোহারের মানুষের উন্নয়নে সব কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে প্রতিটি এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার প্রায় ২ শতাধিক নারী-পুরুষ সালমা ইসলাম এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, হুমায়ন কবির, ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, দোহারের ডা. আলাউদ্দিন আল আজাদ, আবদুল আলীম, ইয়াকুব মাতবর, বশির আহমেদ, হায়দার বেপারি, আফজাল শিকদার, লোকমান হোসেন, আবদুল গফুর, যুবসংহতির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পান্নু, নজরুল ইসলাম, মনির হোসেন প্রমুখ।

No comments

Powered by Blogger.