যৌতুকের মামলায় অতিরিক্ত ডিআইজির জামিন

স্ত্রীর করা যৌতুকের মামলায় পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) সাখাওয়াত হোসাইনকে জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। আদালতে সাখাওয়াত হোসেন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে স্ত্রী ফারজানা শারমীন হোসেন যৌতুক আইনের ৪ ধারায় সাখাওয়াতের বিরুদ্ধে মামলা করেন।
ওইদিন বিচারক মামলাটি আমলে নিয়ে ডিআইজিকে আদালতে হাজিরের নির্দেশ দেন। মামলায় ৬০ লাখ টাকা যৌতুকের অভিযোগ আনা হয়। মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর থেকে ফারজানার সঙ্গে সাখাওয়াতের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয়। সাখাওয়াত মদ্যপ অবস্থায় প্রায়ই বাড়ি ফেরেন এবং কারণ জিজ্ঞেস করলে ফারজানাকে মারধর করেন। এরপরও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ফারজানা অত্যাচার সহ্য করেন। এ অবস্থার মধ্যেই ফারজানা জানতে পারেন, সাখাওয়াত পুলিশের উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে ফারজানার সঙ্গে ঝগড়া হয় সাখাওয়াতের। এছাড়া ফারজানার কাছে ফ্ল্যাট কিনতে ৬০ লাখ টাকা যৌতুক চান সাখাওয়াত। এরপর স্বামীর বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর মামলাটি করেন ফারজানা।

No comments

Powered by Blogger.