বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড টেস্ট ড্র

বৃষ্টির কারণে ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ভারী বর্ষণের কারণে শেষ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ডানেডিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ডেন এলগারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এলগার ১৪০ রান করেন। এছাড়া বাভুমা ৬৪ এবং ডু প্লেসিস ৫২ রান করেন। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ড ৪টি,
ওয়াগনার ৩টি, প্যাটেল ২টি এবং নেশাম ১টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে ৩৪১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১৩০ রান করেন। এছাড়া জিত রাভেল ৫২ এবং ওয়াটলিং ৫০ রান করেন। প্রোটিয়াদের হয়ে কেশব মহারাজ ৫টি, মর্কেল এবং ফিলান্ড্যার ২টি করে ও রাবাদা ১টি উইকেট লাভ করেন। চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৪ রান করে। তবে শেষ দিনে আর ব্যাট হাতে নামতে পারেনি কোনো দল। এতে ম্যাচটি ড্র হয়।

No comments

Powered by Blogger.