‘মৃত্যুদণ্ড অমানবিক ও অবমাননাকর শাস্তি’

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জোরালো অবস্থান পূনর্ব্যক্ত করেছে ইউরোপিয় ইউনিয়ন ও কাউন্সিল অব ইউরোপ। আজ মৃত্যুদণ্ড বিরোধী ইউরোপিয়ান ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেডেরিকা মোঘারিন ও কাউন্সিল অব ইউরোপের মহাসচিব থোরবোর্ণ জাগল্যান্ড এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড একটি অমানবিক ও অবমাননাকর শাস্তি। এতে অপরাধ নিরুৎসাহিত করার উল্লেখযোগ্য প্রভাবের কোন প্রমাণ নেই। আর এক্ষেত্রে বিচারিক ভূলত্রুটি পাল্টানোর কোন সুযোগ থাকে না।  বিবৃতিতে আরও বলা হয়, ইইউ সদস্যরাষ্ট্রগুলোতে ১৮ বছর ধরে কোন মৃত্যুদ- কার্যকর করা হয় নি। মৃত্যুদণ্ড রদ করার লক্ষ্যে ইউরোপিয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক চুক্তির বিধান অনুমোদন দিতে ইইউভূক্ত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বেলারুসে অব্যাহতভাবে মৃত্যুদন্ডের ব্যবহার নিয়ে নিন্দা জানিয়ে দেশটির কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ডের শাস্তি লঘু করার জোরালো আহ্বান জানানো হয়। মৃত্যুদণ্ডের শাস্তি রহিত করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানানো হয় দেশটির প্রতি। যেসব দেশগুলোতে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রয়েছে এমন কয়েকটি দেশে গত বছর মাদক সংক্রান্ত মামলায় কয়েকটি মৃত্যুদণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কাউন্সিল অব ইউরোপ ও ইউরোপিয় ইউনিয়ন। এসব ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ডের ঘটনাগুলোতে বিশেষভাবে উদ্বিগ্ন তারা যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ২০১৪ সালের ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত মৃত্যুদন্ডের ব্যবহার স্থগিতকরণ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কাউন্সির অব ইউরোপ ও ইইউ।

No comments

Powered by Blogger.