ইসরায়েলি পুলিশের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি পুলিশের গুলিতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। শুক্রবার অবরুদ্ধ গাজার পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কয়েকশ' ফিলিস্তিনি সীমান্তের কাছে বিক্ষোভ করতে গেলে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে গুলি ছোঁড়া শুরু করে ইসরায়েলি পুলিশ।
বিক্ষোভে উপস্থিত থাকা গাজাভিত্তিক ফটোগ্রাফার এজ জানুন আলজাজিরাকে বলেছেন, 'এখানকার অবস্থা খুবই খারাপ। এর আগে তারা (পুলিশ) সাধারণত সীমান্তে গুলি করেছে। কিন্তু আজকের অবস্থা আগের চেয়ে খারাপ। প্রথমে তারা রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছোঁড়ে। এরপর আমাদের ওপর তাজা গোলাবারুদ ছোঁড়ে।'
তিনি বলেন, বেশ কিছু ফিলিস্তিনি আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। সংঘর্ষ অব্যাহত আছে।
এর আগে (একইদিন) হামাস নেতা ইসমাইল হানিয়া গাজা শহরে এক ভাষণে ইসরায়েলিদের বিরুদ্ধে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে প্রতিরোধ গড়ে তুলতে ফিলিস্তিনিদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, 'ইন্তিফাদাকে (মুক্তি আন্দোলন) জোরদার ও সম্প্রসারণ করতে হবে। স্বাধীনতার একমাত্র পথ একটাই।'
গত মাসে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী আলআকসা মসজিদে ফিলিস্তিনিদের ধরপাকড় শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে। গত কয়েকদিনে উভয়পক্ষের বেশ কয়েকজন নিহত হয়েছেন। এসবের প্রেক্ষাপটে শুক্রবারের ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.