রাশিয়াকে মূল্য দিতে হবে -যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

অ্যাশটন কার্টার
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের জন্য মস্কোকে শিগগিরই মূল্য দেওয়া শুরু করতে হবে। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দিলেন। বৈঠকে ন্যাটো বাহিনীতে সদস্য বাড়ানোর ব্যাপারে একমত হন প্রতিরক্ষামন্ত্রীরা। খবর গার্ডিয়ানের।
অ্যাশটন কার্টার বলেন, ওই অঞ্চলের দেশগুলোকে না জানিয়ে রাশিয়া সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, ‘আমরা দেখছি রাশিয়ার বাহিনীর অপেশাদারি আচরণ ক্রমেই বাড়ছে। তারা তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে।...তারা কোনো সতর্কবার্তা না দিয়েই কাস্পিয়ান সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।’ তিনি বিমান হামলায় রাশিয়ার বাহিনীর সঙ্গে নিজেদের বাহিনীর সমন্বয় করতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির কথা পুনর্ব্যক্ত করেন।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লাইয়েন বলেন, ‘সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী সংগঠনকে লক্ষ্য করে রাশিয়া যদি হামলা চালায়, তবে তারা আইএসকে শক্তিশালী করবে এবং এতে রাশিয়ার স্বার্থও রক্ষা হবে না। আমাদের স্বার্থও রক্ষা হবে না।’
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, তুরস্কে ন্যাটোর বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই।

No comments

Powered by Blogger.