আসলেই অভিনব, অনুকরণীয়! by কাজী আরিফ আহমেদ

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুর প্রধান সড়কে কোত্থেকে একটা কুমির চলে এলো। ওই সড়কে চলাচলকারী যানবাহনে থাকা আরোহী এবং পথচারীদের চক্ষু চড়কগাছ। তারা ভেবে পাচ্ছেন না কিভাবে নদীর কুমির চলে এলো রাস্তায়। আশপাশে কোন নদীও তো নেই! সড়কের একটি বড় গর্তের পানিতে নিশ্চল রয়েছে কুমিরটি। জীবন্ত মনে হওয়া এ কুমিরটি আসলে এক দক্ষ শিল্পীর শিল্পকর্ম। স্থানীয় এক শিল্পী বাদল নাঞ্জুনদাস্বামী এটি তৈরি করেছেন। প্রধান সড়কে তৈরি হওয়া বিশাল গর্তের প্রতিবাদ জানাতেই তিনি শিল্পের আশ্রয় নিয়েছিলেন। আর সে প্রতিবাদে তৎক্ষণাৎ কাজও হয়েছে। গর্তটি সারিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। শহরের উত্তরের একটি প্রধান সড়কে বহুদিন আগে বিশাল ওই গর্ত সৃষ্টি হলেও, কর্তৃপক্ষের কোন ভ্রƒক্ষেপ নেই। ওই শিল্পী পানিভর্তি ওই গর্তে কৃত্রিম কুমিরটিকে রেখে রঙের বিচিত্র খেলায় তার চারপাশে পুকুরের মতো একটা আবহ সৃষ্টি করেছেন। শিল্পী বাদল বলছিলেন, প্রত্যেকের নিজের মতো করে প্রকাশের দৃষ্টিভঙ্গি থাকে। এটাই আমার দুঃখ-দুর্দশা প্রকাশের মাধ্যম। যানবাহনে চড়ে বা আশপাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিলেন, তারা ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন তুলেছে ছবি ও ভিডিওগুলো। এদিকে আজই ওই গর্ত ঢেকে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ প্রতিবাদ সত্যিই অভিনব, অনুকরণীয়।

No comments

Powered by Blogger.