উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন

আকাশ ছোঁয়া ভবন নির্মাণ করে বিশ্ববাসীর নজর কাড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে অনেক আগেই। তবে শুধু উচ্চতা নয় ব্যতিক্রমী নকশাসহ নানা চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় বৈশিষ্ট্য দান করা এ প্রতিযোগিতায় নতুন সংযোজন। বিশ্বের দ্বিতীয় গগনচুম্বী অট্টালিকা হয়েও বৈশিষ্ট্যে অদ্বিতীয় এ ‘সাংহাই টাওয়ার’ শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে। চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে ৬৩২ মিটার উঁচু (২০৮৬ ফুট) গ্লাস ও স্টিলের তৈরি বৃত্তাকার টাওয়ারটির বাইরের চারপাশে কিছুটা ত্রিভূজাকৃতির ১২০ ডিগ্রি কোণের বাঁক রয়েছে। অর্থাৎ ১২০ ডিগ্রি কোনে ঘুরতে সক্ষম ভবনটি।
যুক্তরাষ্ট্রের স্থাপত্য প্রতিষ্ঠান জেন্সলারের প্রধান গ্রান্ট উহলির বলেন, চীনের জনগণের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতীক এ টাওয়ার। ২০০৮ সালে টাওয়ারটির নকশা নির্বাচন করা হয়। ৮২৮ মিটার উঁচু (২৭৩২ ফুট) দুবাইয়ের বুরজ আল খলিফা বিশ্বের সর্বোচ্চ টাওয়ার। ২৪০০ কোটি মার্কিন ডলারের টাওয়ারটিতে থাকবে বিশ্বের সর্বোচ্চ গতির লিফট যা প্রতি সেকেন্ডে ১৮ মিটার গতিতে ওঠানামা করবে। এতে ৮৪ থেকে ১১০ তলা পর্যন্ত হোটেল। প্রতিদিন ১৬ হাজার থেকে ১৮ হাজার লোক আসা-যাওয়া করবে।

No comments

Powered by Blogger.