মোদিকে কেজরিওয়ালের অভিযোগ ভরা চিঠি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের বিরুদ্ধে লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের মাধ্যমে দিল্লিকে শাসনের অপচেষ্টার অভিযোগ করেছেন। তিনি স্বাধীনভাবে নগর সরকার পরিচালনার অনুমতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার সন্ধ্যায় লেখা এক চিঠিতে লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন কেজরিওয়াল। তিনি দিল্লি সরকারের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে আমলাদের বদলি ও নিয়োগের বিষয় নিয়েও মোদির কাছে অভিযোগ করেন। মঙ্গলবার এ বিষয় নিয়ে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া। বৈঠকের পর সিসোদিয়া বলেন,
লেফটেন্যান্ট গভর্নর দিল্লি সরকার চালানোর চেষ্টা করছে। অবস্থা দেখে মনে হচ্ছে, দিল্লিতে রাষ্ট্রপতির শাসন চলছে। প্রেসিডেন্টের সঙ্গে কেজরিওয়ালের বৈঠকের আগে জং প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। জং দিল্লি সরকারে সম্প্রতি ঊর্ধ্বতন আমলাদের নিয়োগের ব্যাপারে তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। গত সপ্তাহে ভারপ্রাপ্ত মুখ্য সচিব শকুন্তলা গাম্লিনের নিয়োগ করার কর্তৃত্ব নিয়ে একে অপরকে চ্যালেঞ্জ করাকে কেন্দ্র করে জং ও কেজরিওয়ালের মধ্যে বিরোধের সূত্রপাত। দিনের শুরুতে উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া কাজের প্রবাহ নিয়ে আলোচনার জন্য দিল্লি সচিবালয়ে ঊর্ধ্বতন আমলাদের সঙ্গে বৈঠক করেন। এতে মন্ত্রী গোপাল রাজ, ভারপ্রাপ্ত মুখ্য সচিব শকুন্তলা গাম্লিন এবং সব মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জং ও কেজরিওয়ালের বিরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের কর্মকর্তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব^ তৈরি হয়েছে।

No comments

Powered by Blogger.