ইরাকের রামাদি থেকে পালিয়েছে ৯০ হাজার মানুষ : জাতিসংঘ

ইরাকের আল আনবার প্রদেশের নিকটবর্তী হয়েছে ইসলামিক স্টেট। আইএস আতংকে রামাদি শহরের বাস্তুভিটা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। সোমবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৯০ হাজার মানুষ রামাদি ছেড়ে পালিয়েছে। ইসলামিক স্টেট নিকটবর্তী হয়ে গেছে জেনে রামাদির মানুষ ব্যক্তিগত ধনসম্পদের কিছুই সঙ্গে না নিয়ে শুধু প্রাণ হাতে করে বেরিয়ে পড়ে। রামাদির নিকটবর্তী শহর ফালুজাহ-এ ইসলামিক স্টেট প্রায় এক বছর ধরে অবস্থান করছে। এর আগে জাতিসংঘ জানায়,
গত দুই দিনে রামাদি থেকে অন্তত ৪০০০ পরিবার বাস্তুভিটা ত্যাগ করেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। পুরো রামাদি শহর পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। এ নিয়ে আরও এক দফা মানবতার সংকট পরিলক্ষিত হচ্ছে। এসব পরিবারের প্রায় শতাধিক নবজাতক শিশুর মৃত্যুসংবাদ শোনা যায়। প্রতিকূল পরিবেশ আর খাদ্যহীনতা সহ্য করে যারা বেঁচে থাকতে পারেনি। উদ্বাস্তুরা বাগদাদের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তিনটি গ্রামে আশ্রয়ে নিতে চলেছে। জাতিসংঘ ও জাতীয় অর্থায়নে সেখানে প্রয়োজনীয় খাবার, ওষুধ নিয়ে পৌঁছে যাচ্ছে স্বেচ্ছাসেবক দল। গত এক বছরে প্রায় ২৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

No comments

Powered by Blogger.